খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

আটক আ’লীগ নেতাকে ছাড়িয়ে দিতে থানায় জামায়াতের নেতা-কর্মীরা

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৫


গাজীপুরের জয়দেবপুর থানায় আটক আ’লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জড়ো হয়েছেন জামায়াতের নেতা-কর্মীরা। গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদককে আটক করে শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় থানায় নিয়ে আসে। এ খবর পেয়ে রাতে জামায়াতের বেশ কিছু নেতা-কর্মী আটক ব্যক্তিকে নিজেদের দলের কর্মী দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেন।  
স্থানীয়দের অভিযোগ, আটক আ’লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতা-কর্মীরা শুক্রবার রাত ৮টার পর গাজীপুরের জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন। নির্দোষ ওই কর্মীকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে বলেন তারা।
আটক ব্যক্তির নাম শফিকুল সিকদার। তিনি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ী এলাকার মৃত নুরুল হকের ছেলে।
জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আ’লীগ নেতাকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে থানায় আনা হয়। পরে তাকে নিজেদের কর্মী দাবি করে কথা বলার জন্য গাজীপুর সদর জামায়াতের কিছু নেতা থানায় আসেন।
ওসি বলেন, তারা দাবি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমার ছেড়ে দেওয়ায় সুযোগ নেই। তাকে একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, আটক শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আ’লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আ’লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।
এদিকে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আ’লীগের আহŸায়ক ও তিন যুগ্ম-আহŸায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ’লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আটক শফিকুল সিকদারের নাম রয়েছে।