খুলনা | বুধবার | ০৮ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০৫ জানুয়ারী ২০২৫


কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে টেকনাফের নাফ নদে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদক চোরাচালান ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানিয়েছেন, শুক্রবার রাতে নাফ নদে মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের বিশেষ একটি টহল দল স্পিডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ করে।
তিনি বলেন, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত কক্সবাজারের দিকে পালানোর চেষ্টা করে। আমাদের টহল দল বোটটির কাছাকাছি পৌঁছালে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আমাদের দল বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলিবর্ষণ করে। এতে বোটটি থেমে যায়।
বোটটি তল­¬াশি করে তিনটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, এবং ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। তল¬াশি চালিয়ে ইঞ্জিন রুমের পাশে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।