খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ-উত্তেজনা

বিক্ষোভের মুখে মোংলায় বিএনপি’র কমিটি গঠন স্থগিত

মোংলা প্রতিনিধি |
০৬:৩৩ পি.এম | ০৬ জানুয়ারী ২০২৫


মোংলায় বিএনপি কমিটি গঠনে নিয়ে শহরে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল নেতা-কর্মীরা। মাঠ পর্যায় কমিটি গঠনের তালিকায় তৃণমূল নেতা-কর্মীদের বাদ রেখে কৌশলে নিজেদের আ’লীগের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে এর প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি’র নেতা-কর্মীরা। পরে নেতা-কর্মীদের তোপের মুখে কমিটি গঠন স্থগিত করে দেয় সংশ্লিষ্টরা। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বিএনপি নেতা-কর্মীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ১৭ বছর দল ক্ষমতায় না থাকায় নেতৃত্ব শূন্যে নেমে আসায় হতাশার মধ্যে পড়ে দলটি। এক পর্যায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে তাদের। 
গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আ’লীগ সরকার পতনে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি। তাই দলকে পুনরায় সংগঠিত করতে গত ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জেলা বিএনপি’র অন্তর্গত সকল ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা ও পৌর কমিটি গঠনের জন্য মনিটিরিং টিম গঠন করা হয়। সে অনুযায়ী মোংলা উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের জন্য পৃথক পৃথক সমন্বয়ক দল গঠন করে তাদের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ের তালিকা তৈরি করার নির্দেশনা দেয় জেলা সম্মেলন কমিটি। স্থানীয় ভাবে দায়িত্বে থাকা সেই কমিটি তাদের তৈরিকৃত তালিকা জমা দেয়া হলে উর্ধ্বতন নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে সোমবার কমিটির নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু স্থানীয় পর্যায়ের তৈরিকৃত সেই তালিকায় বিএনপি’র ত্যাগী ও তৃণমূল নেতা-কর্মীদের নাম না রেখে আ’লীগের সমর্থক ও সক্রিয় লোকজনের নাম আসায় বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি’র তৃণমূলের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা নেতৃবৃন্দের থাকা আবাসিক হোটেলের সামনে এসে জড়ো হয় এবং তাদের উদ্দেশ্য করে বিক্ষোভ করতে থাকে। পরে জেলা নেতৃবৃন্দ নেমে এসে তাদের বোঝানোর চেষ্টায় ব্যর্থ হয়ে তাৎক্ষণিক তোপের মুখে কমিটি ঘোষণা স্থগিত করে সম্মেলন প্রস্তুত কমিটির নেতৃবৃন্দ। চলতি কমিটি স্থগিত করে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এ কমিটির স্বচ্ছতা যাচাই করে পুনরায় কমিটি তৈরির ঘোষণা দেন তারা। তবে ৫ আগস্টের আগে বিএনপি দলের জন্য কি কি দায়িত্ব পালন করা হয়েছে তার প্রমাণ সহকারে তালিকা  তৈরি করার নির্দেশ দেন তারা। এছাড়া যারা আ’লীগের লোকজন এই তালিকায় অন্তর্ভুক্ত করবে বা করার চেষ্টা করবে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। 
মোংলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল ইসলাম গোরা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় ওয়ার্ড পর্যায় থেকে কমিটি গঠন করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। সে জন্য ইউনিয়নে সমন্বয়ক কমিটি গঠন করে নেতা-কর্মীদের তালিকা তৈরি করতে গিয়ে কিছু কিছু ইউনিয়নে তৃণমূল ত্যাগী ও আ’লীগ সরকারের নেতা-কর্মীদের হাতে অত্যাচারিত কর্মীদের বাদ রেখে তাদের নিজস্ব লোক যারা পূর্বে আ'লীগে অন্তর্ভুক্ত ছিল তাদের দিয়ে তালিকা তৈরি করেছে। যা নিয়ে বেশ কয়েকটি লিখিত অভিযোগও হাতে পেয়েছি। এ নিয়ে সোমবার দুপুরে মোংলা পৌর শহরে বিক্ষোভও হয়েছে। তাই আজ নির্ধারিত কমিটি গঠন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে পুনরায় কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানায় বিএনপি’র এ নেতা।