খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে দুই নারীসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৯ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়াার প্রাক্কালে রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলা ছয়ঘোরিয়া এলাকা থেকে দুই নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকালে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দলের সদস্যরা রাতে সেখানে অভিযান চালায়। এ সময় ছয়ঘোরিয়া এলাকা থেকে উলে­খিত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তাদেরকে সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান এই বিজিবির কর্মকর্তা।