খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

আহবায়ক হালিম, সদস্য সচিব হুমায়ুন

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নগরীর খানজাহান আলী রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভায় এই কমিটির অনুমোদন করা হয়।  
আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণ পূর্বক সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও সংগঠনের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। নবনিযুক্ত কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন। নবনিযুক্ত আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মোঃ হালিম মোড়ল, সদস্য সচিব সৈয়দ হুমায়ুন কবির, সদস্য বাসুদেব সাহা, মোঃ নজরুল ইসলাম (মোহন) ও মোঃ রফিকুল ইসলাম।
এ বিষয়ে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালকে পত্র প্রেরণের মাধ্যমে নব গঠিত কমিটির বিষয় অবগত করা হয়েছে।