খুলনা | বৃহস্পতিবার | ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১

ফুলতলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৩, ২৫০ পিস ইয়াবা উদ্ধার

ফুলতলা প্রতিনিধি |
০১:৪৮ এ.এম | ০৭ জানুয়ারী ২০২৫


মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে ২৫০ পিস ইয়াবাসহ ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহিম আহমেদ ওরফে সাগর গাজী (২৬) সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। 
পুলিশ জানায়, দৌলতপুর কৃষি কলেজ এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ফাহিম আহমেদ ওরফে সাগর গাজীকে গ্রেফতার করা হয়। সে ফুলতলা উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা এবং দামোদর গ্রামের মৃত লিটু গাজী ও খানজাহান আলী থানার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগমের পুত্র। তবে সাগর গাজী দৌলতপুর কলেজ গেট এলাকার সোলাইমান সরদারের বাড়ির ভাড়াটিয়া বলে পুলিশকে জানিয়েছে। এ ছাড়া ৫০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন দারা (৪২) কে একই এলাকা থেকে গ্রেফতার করে। সে দৌলতপুর কৃষি কলেজ গেট এলাকার মৃত সরদার সোলাইমান হোসেনের পুত্র। এ ছাড়া গোয়েন্দা পুলিশ কুয়েট গেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ রবিউল ইসলামের পুত্র সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভ (২৭) কে গ্রেফতার করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।