খুলনা | শুক্রবার | ১০ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

দুমড়ে মুচড়ে গেল জনপ্রিয় নায়কের গাড়ি

খবর বিনোদন |
০১:৩৭ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৫


অভিনয়ের পাশাপাশি কার রেসিংয়ে পারদর্শী দক্ষিণী তারকা অজিত কুমার। রেস খেলতে দেশ-বিদেশ চষে বেড়ান। এবার দুবাই গিয়ে পড়েছেন বিপাকে। ট্র্যাকে দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে গেছে তার গাড়ি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ২৪এইচ দুবাই ২০২৫-এ যোগ দিতে সেখানে যান অজিত। প্রথমবারের মতো নিজের রেসিং দল নিয়ে যোগ দিতে আসেন এই প্রতিযোগিতায়। সেখানে অনুশীলনে অংশ নিয়ে পতিত হয়েছেন দুর্ঘটনায়।

প্রতিযোগিতার নিয়মানুযায়ী, ২৪ ঘণ্টা রিলে রেস। প্রত্যেক চালককে ৬ ঘণ্টা করে গাড়ি চালাতে হবে। সেভাবেই অনুশীলন করছিলেন অজিত। কিন্তু শেষ হওয়ার ঠিক আগে আচমকা বিপুল বেগে চলতে থাকা গাড়িটি গিয়ে ধাক্কা মারে পথের ধারে।

ধাক্কা খেয়ে দ্রুত পাক খেতে থাকে অজিতের গাড়ি। তবে উদ্ধার করা যায় নায়ককে। বের করে নেওয়া হয় হাসপাতালে। এ ব্যাপারে অজিত কিছু না বললেও তার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ”অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন।”

দুবাইয়ে প্রথমবার হলেও মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে অজিতকে। এবার মরুর বুকেও গাড়ি হাঁকাতে ছুটে গেছেন তিনি। শুরুটা হলো দুর্ঘটনার মাধ্যমে।