খুলনা | বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

৬৬ বছর ধরে বুখারি শরিফ পড়ানো আলেমের ইন্তেকাল

খবর প্রতিবেদন |
০১:৪১ পি.এম | ০৮ জানুয়ারী ২০২৫


সিলেটের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শায়খ মুকাদ্দাস আলী।

সিলেটের জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসার শিক্ষক ও শাইখুল হাদিস ছিলেন তিনি। তিনি ৬৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারি পড়াতেন।

আজ বুধবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ আসর জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। সেই থেকে মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি।