খুলনা | শুক্রবার | ১০ জানুয়ারী ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

সম্মতি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে অন্তর্ভুক্তির প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ০৯ জানুয়ারী ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশিত কুয়েট শাখা কমিটি আগুয়ান-৭১ এর দৃষ্টিগোচর হয়েছে। সংগঠনের আহŸায়ক হাসনাত আব্দুল­াহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটিতে আগুয়ান-৭১ এর দৌলতপুর থানা কমিটির সদস্য (সাংগঠনিক) মুশফিক আজাদ তাকিনকে তার সম্মতি ও আলোচনা ব্যতিরেকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা অত্যন্ত অসাংগঠনিক আচরণ। আগুয়ান-৭১ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে এই ঘটনা সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। জনআকাক্সক্ষার প্রেক্ষিতে গড়ে ওঠা স্বৈরাচারবিরোধী আন্দোলনে আগুয়ান-৭১ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ মুক্তিকামী সকলের সাথে অংশগ্রহণ করেছিল কিন্তু এমন অসাংগঠনিক আচরণ অগ্রহণযোগ্য। উক্ত সংগঠনের নেতৃবৃন্দকে এ বিষয়ে আরও সচেতন থাকতে দৃষ্টি আকর্ষণ করছি।  
আগুয়ান-৭১ খুলনাবাসীর আকাক্সক্ষা ধারণ করে দীর্ঘ ১১ বছর থেকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। ক্যাম্পাসকেন্দ্রিক রাজনীতির ক্ষেত্রেও আগুয়ান-৭১ সর্বদা উক্ত ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের আকাক্সক্ষাকে প্রাধান্য দেবে এবং বরাবরের মতো শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেবে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রযুক্তি বিষয়ক সদস্য রেজওয়ান আহমেদ বুধবার রেজওয়ান আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানিয়েছেন।