খুলনা | বৃহস্পতিবার | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি­র উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা

খবর প্রতিবেদন |
০৫:৪৮ পি.এম | ০৯ জানুয়ারী ২০২৫


মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠায় ঢাকা। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনক‚টনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লি­কে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘শেখ হাসিনাকে ফেরানোর জন্য পাঠানো চিঠি ভারতের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। এখন বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষা করছে।’
সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দেওয়ার প্রশ্নে মুখপাত্র বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার অনেক দুর্বধ্যতা আছে। এর মধ্যে সবকিছুর ব্ল্যাক এ্যান্ড হোয়াইট উত্তর হয় না। আমরা আমাদের অনুরোধ জানিয়েছে, আমরা ফেরত চেয়েছি। আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করবো। এর মাঝখানে কি হবে বা এর কূটনৈতিক রীতিনীতি কি, এটা আপনাদের ব্যাখ্যার জন্য অবারিত, কূটনীতির ধরা বাধা অনেক কিছু থাকে না; এটা এ রকম একটা পরিস্থিতি।
অন্তর্র্বতী সরকার জুলাই বিক্ষোভে জোরপূর্বক গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনাও রয়েছেন তাদের মধ্যে।
সরকার যে পাসপোর্ট বাতিল করেছে ভারত জানে কিনা-জানতে চাইলে রফিকুল আলম বলেন, যখন একটা পাসপোর্ট বাতিল করা হয় তখন এটা সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে সব দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের এই পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে। এটা সাধারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাতে বিষয়টি যাবে।
সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জানানোর প্রশ্নে তিনি বলেন, সেটার জন্য আমাকে একটু সময় নিতে হবে (তথ্য নেই)।
মুখপাত্র জানান, আগামী ২০-২৪ জানুয়ারি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সেখানে তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা হচ্ছে। এ উপলক্ষে উপদেষ্টার চীন সফর খুব গুরুত্বপূর্ণ।
চীন সফরকালে উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যুর অগ্রগতি পর্যালোচনা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার। যদিও এই বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।
জুলাই বিপ্লবে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রদানের বিষয়ে তিনি জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। তার মধ্যে দু’জন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন।’