খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

হেলসের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৩ পি.এম | ১০ জানুয়ারী ২০২৫


বিপিএলে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলেছে রংপুর, শেষ ওভারে দলটির জয়ের জন্য দরকার ছিল ২৬ রান, আর সেই ওভারে ছয় বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান অধিনায়ক নুরুল হাসান সোহান। এদিকে দারুণ এই ম্যাচের শেষে ঘটে গেছে আলোচিত এক ঘটনা।

ম্যাচ শেষে তামিমকে রংপুরের কোনো ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত রংপুরের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন।

এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ম্যাচ হারের পর রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেছেন তামিম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন বরিশালের ক্রিকেটাররা। সেখানে তামিমও ছিলেন।

হেলসের সঙ্গে হাত মেলাতে গেলে ইংলিশ এই তারকা ব্যাটার আপত্তিকর মুখভঙ্গি করেছেন বলেই জানা গেছে। এতেই হেলসের সঙ্গে তামিমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলে জানা গেছে।

তামিমের সঙ্গে বাদানুবাদের সেই মুহূর্ত নিয়ে হেলস বলেছেন, ‘এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিল! সে এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। ২০২১ সালে বিয়ার পানের কারণে আমি ৩ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলাম। তিনি সেই প্রসঙ্গ টেনে এনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটি সত্যিই লজ্জার। তাকে বলার কিছু নেই। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।’

এদিকে মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার করায় শাস্তি পেয়েছেন তামিম ইকবাল। তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। একই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।