খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

শিরোমণি প্রিমিয়ার লীগ ফাইনাল খেলায় সততা বন্ধুমহলের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক |
১২:০২ এ.এম | ১১ জানুয়ারী ২০২৫


ইনজয় ক্রীড়া চক্র আয়োজিত শিরোমণি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা শুক্রবার বিকেল ৩ টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
ফাইনাল খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব শেখ ইফতে খায়রুল আলম বাপ্পি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা পারভিন ও সাবেক ইউপি মেম্বার শেখ রেজাউল হক। শেখ রবিউল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন এ এইছ এম শাহীন, ইউপি সদস্য শেখ আল আমিন, ইউপি সদস্য পায়রা বেগম, মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ, মাস্টার প্রবীর কুমার প্রমুখ। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন আয়ান একাদশ বনাম সততা বন্ধু মহল। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়, পরবর্তীতে ট্রাইব্রেকার ৫-৪ গোলে সততা বন্ধুমহল জয় লাভ করেন।