খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগে ইউনিটি ক্রিকেট একাডেমি বিজয়ী

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৪ এ.এম | ১১ জানুয়ারী ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগের খেলায় ইউনিটি ক্রিকেট একাডেমি ৪ উইকেটে বন্ধন ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে। 
শুক্রবার খুলনা জেলা স্টেডিয়ামে বন্ধন ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিমন সর্বোচ্চ ৭০ রান ও সাহিদুল ৬০ রান করে। ইউনিটি ক্রিকেট একাডেমির সাহিদ ৩৮ রানে ৩ উইকেট লাভ করে। জবাবে ইউনিটি ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান করে। দলের পক্ষে সুজন সর্বোচ্চ ৭১ রান ও বাপ্পি ৬২ রান করে। বন্ধন ক্রিকেট একাডেমির লিমন ৪০ রানে ২ উইকেট করে লাভ করেন। আজকের খেলা- মুজগুন্নী ক্রিকেটার্স বনাম ভিক্টোরী ক্রিকেট একাডেমি।