খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খালিশপুরে গ্রেফতার বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাবেক সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৮ এ.এম | ১১ জানুয়ারী ২০২৫


খালিশপুর ১০নং ওয়ার্ডের বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাবেক সভাপতি মোঃ আসিফ ওরফে ছাবিরকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৬’এর সদস্যরা। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবাসী এলাকা থেকে আসিফকে গ্রেফতার হয়।  
পুলিশ জানায়, গত ৪ আগস্ট খালিশপুর বিএনপি’র কার্যালয় ও অগ্নিসংযোগ মামলায় আসিফ ৩৮ নং আসামি। তাকে আটকের পর গভীর রাতে খালিশপুর থানায় হস্তান্তর করে র‌্যাব-৬’র সদস্যরা। শুক্রবার আসিফকে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা খালিশপুর থানার উপ-পরিদর্শক আঃ হালিম ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন আসিফের নামে পুচন হত্যাসহ তিনটি মামলা ছিল। তিনটি মামলা থেকে আসিফ খালাস হয়েছে। গ্রেফতার আসিফ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ১০নং ওয়ার্ডের সাবেক সভাপতি।