খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

নগর সিপিবি’র সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১২ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা সভা গত ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা বিভাগের সদস্য সৈয়দ লুৎফুল হক মিঠুর সভাপতিত্বে এবং ডা. এস এম ফরিদুজ্জামানের সঞ্চালনায় অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ। 
প্রধান আলোচক ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, তোফাজ্জেল হোসেন, এড. খান আজরফ হোসেন মামুন, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, মোন্তাফিজুর রহমান রাসেল, ফজলুর রহমান, সুজিত সাহা, নীরজ রায়, রঙ্গলাল মৃধা, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তুষার দত্ত, হযরত আলী প্রমুখ। 
সভায় বক্তারা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, স্থানীয় সরকার শক্তিশালী করা, প্রার্থী হওয়া-ভোটদান-প্রচার সবক্ষেত্রে সমসুযোগ, না-ভোট প্রচলন, প্রতিনিধি প্রত্যাহারের বিধান, টাকার খেলা-পেশীশক্তি-সাম্প্রদায়িক প্রচারনা-প্রশাসনিক কারসাজী বন্ধ করা, নির্বাচনকালীন নির্দলীয় তদারকী সরকার গঠনের দাবি জানান। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের হকারদের উচ্ছেদের ঘোষণায় বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সম্পন্ন করার দাবি জানান।