খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


খুলনাস্থ দক্ষিণ বেদকাশী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১ম সভা গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির নবনির্বাচিত সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কোষাধ্যক্ষ হাফেজ মজিবুল্যাহ বাহার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোস্তফা ওবায়দুল­াহ, সহ-সভাপতি বায়েজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ধীমান সরকার, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাফসান মাহমুদ হেলাল, কার্যনির্বাহী সদস্য আমির হামজা, সাইদুর রহমান, সাব্বির রহমান, হাফেজ মজাহিদুল ইসলাম, মোঃ রাকিব হাসান শাওন, শাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মনির ও মোঃ জামিরুল ইসলাম প্রমুখ। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। পরে মহান মুক্তিযুদ্ধে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের  রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়নের উপদেষ্টামন্ডলী ও সদস্যদের সর্বাত্মক অংশগ্রহণে বার্ষিক ‘পিকনিক’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিগগিরই সমিতি নিবন্ধনের কার্যক্রম এগিয়ে নিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।