খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

নগরীর ১২নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল

খবর বিজ্ঞপ্তি |
১২:১৬ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ বিত্তবানদের প্রতি আহŸান জানিয়ে বলেছেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ অসহায় মানুষ শীতের কষ্টে দিশেহারা। বিশেষ করে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। বিএনপি জন্মই হয়েছে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
গতকাল শনিবার বিকেলে নগরীর ১২নং ওয়ার্ডে বিহারী ক্যাম্পের নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার শীতবস্ত্র। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, গাজী একরামুল হক মিন্টু, সাইফুল ইসলাম, কালু কোরায়েশী, শেখ জাকির হোসেন, গাজী সালাউদ্দিন, মোঃ সবুর, আরিফুর রহমান শিমুল, জাহাঙ্গীর কবীর, হৃদয় মাস্টার ও মনির হোসেন প্রমুখ।