খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

রূপসায় জাফর বাহাউদ্দীন স্মৃতি ক্রিকেটের ২য় দিনের খেলা

রূপসা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১২ জানুয়ারী ২০২৫


রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে বেলফুলিয়া ভৈরব স্পোর্টস ক্লাবের সৌজন্যে সোহাগ জাফর বাহাউদ্দীন স্মৃতি ক্রিকেট টুনামেন্ট ২য় দিনের খেলা শনিবার অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন জাতীয় মহিলা দলের সাবেক অধিনায়ক সালমা খান। এসময়  আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রনু, জেলা সাংগঠনিক সম্পাদক লিটন মোল­া, আবুল কাশেম, তুষার, বাবু, মাহাফুজ, সানিসহ নেতৃবৃন্দ। বেলফুলিয়া  ভৈরব স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রহমাতুল বারী বিহগ-এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চুর পরিচালনায় দিনব্যাপী খেলা খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করেন সোহাগ জাফর বাহাউদ্দীন-এর তিন সন্তানসহ নেতৃবৃন্দ। খেলায় আইকন একাদশ ফুলতলা একাডেমিকে ২৮ রানে এবং মাহাতাব একাদশ আইচগাতী বয়রা তরুন সংঘকে ৩ রানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।