খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শরিফুলের না থাকার কারণ জানালেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক |
০৫:২৮ পি.এম | ১২ জানুয়ারী ২০২৫


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি - ২০২৫। আসন্ন এ আসরের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। আসন্ন এ টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আছে একাধিক চমক।

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেয়ায় তিনি যে আর দলে থাকবেন না তা আগেই জানা গিয়েছিল। সাকিব আল হাসান দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তিনিও যে থাকছেন না তাও ধরে নেয়া হয়েছিল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে বড় চমক লিটন দাসের না থাকা।

অবশ্য লিটন ছাড়াও নেই শরিফুল ইসলামও। টাইগার এই পেসার তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত মুখ। তবে বল হাতে খুব একটা ছন্দে নেই তিনি। টাইগারদের হয়ে সবশেষ ৬ ম্যাচে ৩ উইকেট নিতে পেরেছেন শরিফুল। এছাড়া তাঁর চোটের সমস্যাও আছে।

এসব কারণেই শরিফুলকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, ‘তিনি (শরীফুল) কানাডা থেকে একটা চোট নিয়ে এসেছেন। বিভিন্ন প্রোগ্রামের পর আবার দলে এসেছেন। তবে আমাদের মনে হয়েছে সেরা অবস্থায় নেই। তাই তাঁকে পেতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’

এদিকে লিটনকে দলে না রাখার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’