খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম নির্মূল করার লক্ষ্যে সুধী সমাবেশ

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২১ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে বিভিন্ন কমিউনিটির সঙ্গে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া গাফফারফুড মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন।  প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে খানজাহান আলী থানাকে একটি মডেল থানা  করা সম্ভব।
এ সময় খানজাহান আলী থানার ওসি তদন্ত সঞ্জীত, পেশ ইমাম মোঃ হযরত আলী, খানজাহান আলী থানা সাংবাদিক সাইফুল­াহ তারেক, সমাজ সেবক  শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, মশরুজ্জামান সাবু, মেহেদী হাসান, সমাজসেবক  শেখ জিয়াউর রহমান, মোঃ জুয়েল, সবুজ, আবির, রিফাত, এস আই আজহারুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।