খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে দুই পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৪ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুই পিস তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক মোঃ কামাল হোসেন (৩৫) উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে। 
বিজিবি সূত্র জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মোঃ খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল আভিযানে নামে। তারা কাকডাঙ্গা বাজারের পূর্ব পাশে পাকা রাস্তা হতে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহজনক মোঃ কামাল হোসেনকে আটক করে। পরবর্তীতে তাকে তল­াশী করে তার কোমরের বাম পাশে লুঙ্গীর সাথে কস্টটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার মূল্য ৩০ লক্ষ ৯১ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি বাইসাইকেল ও নগদ ১,৬১০ টাকা উদ্ধার করা হয়। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নেট অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।