খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

প্রতাপনগরে ৫ আগস্ট নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৫ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে গত ৫ আগস্টে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 
এ সংক্রান্ত আদালতের নির্দেশনা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আশাশুনি মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বেলা ১১টায় নিহতদের বাড়িতে যান। এ সময় সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুজ্জামান, ভারপ্রাপ্ত আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, মামলার তদন্ত কর্মকর্তা আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ প্রমুখ। 
নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্যরা প্রতাপনগর ইউনিয়ন পরিষদে নিহত ৯ জনের পরিবারের সাথে কথা বলেন। তবে নিহতদের পরিবার কারো মৃতদেহ কবর থেকে উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। 
মামলার তদন্তকারী কর্মকর্তা এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা ৫ আগস্টে প্রতাপনগর ইউনিয়নে নিহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েছিলাম। তাদের কবরস্থান পরিদর্শনসহ নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী  ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলনের পক্ষে তাদের পরিবারের কেউ রাজি নয়। 
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর চাউর হওয়ার পর বিক্ষুব্ধ জনতা প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের লস্করি খাজরাস্থ তার বাড়িতে ঢোকার চেষ্টা করে। এ সময় জাকির হোসেনসহ তার সঙ্গীরা বিক্ষুব্ধ জনতাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তিনজন নিহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাড়িতে ঢুকে জাকিরসহ তার সাথে থাকা ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দু’টি হত্যা মামলা দায়ের করা হয়।