খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

১৪ ও ১৫নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণে বিএনপি নেতা বকুল

যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে অচিরেই ঘোষণা করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৮ এ.এম | ১৩ জানুয়ারী ২০২৫


বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সরকার মানুষের আশা আকাক্সক্ষার সরকার। এই সরকার মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দেশে একটি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যে নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
গতকাল রোববার বিকেলে নগরীর ১৪ ও ১৫নং ওয়ার্ডের কাস্টম বস্তি, রেলওয়ে কলোনি, পূর্ব বয়রা, সরদার পাড়া, বাস্তহারা কলোনি, রেললাইন বস্তিসহ বিভিন্ন এলাকার দুস্থদের ঘরে ঘরে শীতের কম্বল বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করা। কিন্তু অন্তর্বর্তী সরকারের গত পাঁচ মাসে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচনের দাবিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়েছেন। এছাড়া আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রসংসদ নির্বাচনের দাবি তুললেও অনেকটা ঢিমেতালে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক বকুল অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান জানিয়ে বলেন, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমরা ঝামেলা মনে করি না-এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। সুতরং যে যার মত প্রকাশ করবে, স্বাধীনভাবে প্রকাশ করবে এবং সে মতের পক্ষে জনসমর্থন তৈরি করবে এটাই রাজনীতি। আমরা এই রাজনীতিই চাচ্ছি। 
অপর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ নেতা বলেন, আমরা জনগণের পক্ষে ছিলাম-জনগণ যা চায় আমরা সেই পথেই হাঁটছি এবং হাটবো ইনশাআল্লাহ। ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে-সেখানে ছাত্ররাই ছাত্রদল করবে। খুলনায় ছাত্রদল ও যুবদলের কমিটি গঠনের ব্যাপারে বকুল বলেন, আমাদের যেসব জায়গায় মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেগুলো ভেঙ্গে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান আছে। খুলনাতে আমাদের কেন্দ্রীয় টিম এসেছিল। তারা একদফা যাচাই-বাছাই করে গেছেন। আরেক দফায় আবারো টিম আসবে এবং তাদের প্রতিবেদনের পরেই ছাত্রদলের কমিটি ঘোষণা করা হবে। যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে-অচিরেই কমিটি ঘোষণা করা হবে।
কম্বল বিতরণকালে খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবিবুব রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মিজানুর রহমান মিলটন, গাজী একরামুল হক মিন্টু, সাইফুল ইসলাম, গাজী সালাউদ্দিন ও আনজিরা খাতুন প্রমুখ।