খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

চিতলমারীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

চিতলমারী প্রতিনিধি |
০৫:০০ পি.এম | ১৩ জানুয়ারী ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, পরিসংখ্যান কর্মকর্তা জনি সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট আহবায়ক কমটির যুগ্ম-আহবায়ক রহমত শেখ, যুগ্ম-সদস্য সচিব হাসান শেখ, সংগঠক শিহাব মুন্সি।    

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিতর্ক অনুষ্ঠানের সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী শেখ আজমল হোসেন।