খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি |
১১:১৮ পি.এম | ১৩ জানুয়ারী ২০২৫


খুলনার পাইকগাছায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারী) বিকাল আনুমানিক চারটার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আগড়ঘাটা গ্রামের আবুল শেখ এর ছেলে রুহুল আমিন ( ৩০) ও একই উপজেলার মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০)। আহত হয়েছেন কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে মোঃ হুসাইন(২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার আগড়ঘাটা গ্রামের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস্য আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের সন্নিকটে পৌঁছলে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ওভারটেক করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সকলেই মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রুহুল আমিন ও ফিরোজ মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে খুলনা নেয়ার পথে জাতপুর নামক স্থানে পৌছালে সন্ধ্যা ৬ টার দিকে রুহুল আমিন এবং সাড়ে ৬ টার দিকে খর্ণিয়া নামক স্থানে পৌছালে ফিরোজের মৃত্যু হয় বলে তাদের স্বজনরা জানিয়েছেন। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেলে দুর্ঘটনায় তিন জন মারাত্মক আহত রোগীদের পথচারীরা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জানা যায়, পথিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭-৮-৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।