খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

রূপসায় তারুণ্যর উৎসব উপলক্ষে ফুটবলে শ্রীফলতলা চ্যাম্পিয়ন

রূপসা প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৫


রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যর উৎসব উপলক্ষে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী গতকাল সোমবার সকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ একাদশ ও নৈহাটি ইউনিয়ন পরিষদ একাদশ। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ একাদশ ৪-২ গোলে নৈহাটি ইউনিয়ন পরিষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর, মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রূপসা পল­ী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলি মোঃ রাসেল, অধ্যক্ষ অজিত সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান, ইলিয়াস হোসেন, জিয়াউল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারদার, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু, আঃ কাদের শেখ, ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম, মাসুম শেখ, লিপিকা দাস, হুমায়ূন মোড়ল, শেখ আজমল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন ফকির প্রমুখ।