খুলনা | বুধবার | ১৫ জানুয়ারী ২০২৫ | ২ মাঘ ১৪৩১

বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভায় বক্তারা

শতাধিক পণ্যের ওপর হতে ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ১৪ জানুয়ারী ২০২৫


করোনাভাইরাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধের পরও বাংলাদেশ যখন অর্থনীতিতে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তখন আবার গত সরকারের দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় দেশের অর্থনীতির অবস্থা অস্থিতিশীল হয়। চাল, ডাল, চিনি, তেল, আটা, ময়দাসহ সকল ধরনের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ যখন চরম ভোগান্তিতে, তখন গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পরিবর্তনে মানুষ আসায় বুক বেঁধেছিল, কিন্তু সে গুড়ে বালি। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) শর্ত পরিপালনে শতাধিক পণ্য, ও সেবায় ভ্যাট-সম্পূরক শুল্ক (২০২৪-২৫) অর্থ বছরের মাঝামাঝি  অবস্থায় অধ্যাদেশ জারি করেছে। শতাধিক পণ্যের ওপর হতে ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে। 
সোমবার বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় শতাধিক পণ্যের ওপর হতে ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবিতে প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। 
বক্তরা আরও বলেন, দু’টি মুসক ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্যা এক্সাইজ এ্যান্ড সল্ট (সংশোধন ) অধ্যাদেশ  প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ সংক্রান্ত  নির্দেশনা জারি করায় এক দিকে চলমান উচ্চ মূল্যস্ফীতি অন্য দিকে নতুন করে মোবাইল রিচার্জ, মোবাইল সিম, রেস্টুরেন্টের খাবার, সকল পানীয় জাতীয় পণ্য, এলপি গ্যাস, সকল ধরনের বিস্কুট, বিটুমিন, জিআই শিট, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সকল ধরনের সিগারেট, সকল ধরনের মিষ্টান্ন, লুব্রিকেন্ট তেল, কঠিন শিলা, বিআরটিএ থেকে নেয়া ড্রাইভিং লাইসেন্সসহ শতাধিক পণ্যে আরোপিত ভ্যাট-সম্পূরক শুল্ক চাপানোয় নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠায় এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে, সকল পণ্যে আরোপিত ভ্যাট সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে। 
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মোঃ কামরুল ইসলাম কামু, সিরাজুল ইসলাম সেন্টু, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ ইকবাল হোসেন তোকা, আঃ মান্নান মুন্নাফ, মোঃ জয়নাল আবেদিন, ডাঃ মাহফুজুর রহমান বাচ্চু, মোঃ সব্ু্জুুল ইসলাম সবুজ, সৈয়দা আরিফা আশরাফী চুমকি, মোঃ খায়রুল আলম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, ইসমত আরা কাকন, মোঃ মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার, আজমল হোসেন প্রমুখ।