খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ফুটবলে চাঁদখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

পাইকগাছায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

পাইকগাছা প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১৪ জানুয়ারী ২০২৫


পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়  উপজেলা প্রশাসন থেকে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়ের উপর নানা কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে আত্মকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে বিতর্ক প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে অংশ নেয়। একই স্থানে স্বাস্থ্যসেবা ক্যাম্প, বাঁশ ও শিল্প প্রদর্শনী, মৃৎ শিল্প প্রদর্শনী ও পিঠা উৎসব এর আয়োজন করা হয়। 
বিকালে গদাইপুর ফুটবল মাঠে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চাঁদখালী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। এছাড়া উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মলি­ক, প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, পল­ী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, রহিমা আক্তার শম্পা, শহিদুল ইসলাম, সঞ্চয় কুমার মন্ডল,  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল­ী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুব উদ্যোক্তা মুক্তি সরদার, মলয় মন্ডল, চন্দ্র শেখর ও হাসিনা আক্তার।