খুলনা | বৃহস্পতিবার | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

অনূর্ধ্ব-১৭ ফুটবলে দামোদর চ্যাম্পিয়ন

ফুলতলায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

ফুলতলা প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


ফুলতলায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বরে র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২টায় মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দুপুর ১টায় উপজেলা পরিষদের হল রুমে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় উপজেলা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া উপজেলা চত্ত¡রে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, স্বাস্থ্য সেবা ক্যাম্প, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এদিকে বেলা ১১টায় উপজেলার ডাবুর মাঠে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে ফুলতলা ইউনিয়নকে পরাজিত করে দামোদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। সেরা গোলদাতা সালমান হুসাইন, ম্যান অব দ্যা সিরিজ ফজর আলী হৃদয়, ম্যান অব দ্যা ম্যাচ মোঃ সাব্বির খাঁ। খেলা পরিচালনা করেন মোঃ কামাল হোসেন। তাকে সহযোগিতা করেন মোঃ কামরুজ্জামান বাবু, আজিবর রহমান।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিকাল ৩টায় বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত, কৃষি কর্মকর্তা মোসাঃ রাজিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, মনিরুল ইসলাম সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হাওলাদার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) অজয় কুমার পাল, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য মোঃ তারেক হোসেন নাইচ, মোঃ বদরুজ্জামান ইতি, মোঃ হুমায়ুন ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ।