খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

জেইউজে দ্বি-বার্ষিক নির্বাচন ২ ফেব্র“য়ারি সাত পদের বিপরীতে বৈধ প্রার্থী ১৩

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৫ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতিদ্ব›দ্বী প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার জেইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. মাহমুদ হাসান বুলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ঘোষিত তফশিল অনুযায়ী, ১৩ জানুয়ারি নির্বাচনে সাতটি পদের বিপরীতে জমা দেয়া ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জেইউজে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত বৈধ তালিকায় প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন সভাপতি পদে সাজেদ রহমান বকুল ও আব্দুল ওয়াহাব মুকুল, সহ-সভাপতি পদে মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান টুটুল ও হাবিবুর রহমান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ন্ত বসু ও ইলিয়াস সাজু বাদশা, কোষাধ্যক্ষ পদে সফিক সায়ীদ ও ডি এইচ দিলশান এবং নির্বাহী সদস্য প্রণব দাস, রাহুল রায়, মিরাজুল কবীর টিটো ও লাবুয়াল হক রিপন।   
তফশিল অনুযায়ী ১৭ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১ ফেব্র“য়ারি সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।