খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টারা

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


সংস্কার নিয়ে রাজনৈতিক দল হিসেবে আ’লীগের সঙ্গে আলাপ করা হবে কিনা প্রশ্নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সংস্কার প্রক্রিয়ার শুরু হয়েছে যে কন্টেক্সটে আমরা যেন সেটি ভুলে না যাই। সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল থাকছে, কাউকে কিন্তু বারণ করা হয়নি। একই প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠু ভাবে বিচার হওয়ার পর আমরা গণহত্যার সঙ্গে দল সংশ্লিষ্টতার বিষয়ে যে ধরনের রায় পাবো তার উপর ভিত্তি করে বহু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমরা পাবো।  
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। 
সংস্কারের বিষয়ে রাজনৈতিক দল হিসেবে আ’লীগের সঙ্গে আলাপ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, আমরা গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করেছি এবং সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল কাউকে কিন্তু বারণ করা হয়নি। আমরা আশা করি সব দলের ঐকমত্য আসবে। তারপর আমরা আশা করি লেজিটেমিসি না থাকার কোনও প্রশ্ন থাকছে না।
তিনি বলেন, আমরা আগেও বলেছি কাউকে টার্গেট করে বিচার করা হচ্ছে না। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে বিচার হচ্ছে। আমরা যেহেতু কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোনও দল কী অবস্থানে থাকবে সেই সিদ্ধান্ত সেই দল নেবে। সেটি অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে না।
একই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিভিন্ন আইন আছে। আর যুদ্ধাপরাধীদের দায়ে বিচারের কথা সংবিধানে আছে। আমরা করিনি বা আমরা করবো না সেটি কথা না। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা গণহত্যার সঙ্গে দল সংশ্লিষ্টতার বিষয়ে যেই ধরনের রায় পাবো তার উপর ভিত্তি করে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আমরা পাবো।