খুলনা | মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২

সাংবাদিক মানিক সাহার হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক স্মরণ সভায় সভাপতিত্ব করেন। স্মরণ সভার শুরুতে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্মরণ সভায় বক্তার বলেন, মানিক সাহা আমৃত্যু জনমুখী সাংবাদিকতা করেছেন। জনমুখী সাংবাদিকতার জন্যই  তাকে হত্যা করা হয়েছিল। তাঁর হত্যাকান্ডের বিচারের নামে এর আগে যে রায় হয়েছে তা ছিল গোজামিলের রায়। বক্তারা এই হত্যাকান্ডের পুনঃতদন্ত করে মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবার বিচারের দাবি জানান। 
ক্লাবের নির্বাহী সদস্য কৌশিক দে’র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহা’র ছোট ভাই প্রদীপ সাহা, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, কাজী শামিম আহমেদ, আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্র নাথ সেন ও টিভি ক্যামেরাপারসন আমীর সোহেল প্রমুখ।
স্মরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব,  ক্লাব সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ আমিরুল ইসলাম, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, প্রবীর কুমার বিশ^াস, এম এ জলিল, নাজমুল হক পাপ্পু, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য রীতা রানী দাস, মোঃ সোহেল রানা ও তুফান গাইন।
এর আগে প্রয়াত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেন করেন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়ন ও নিহতের পরিবারের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।