খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

কুয়েট একাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩২ এ.এম | ১৬ জানুয়ারী ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কাউন্সিলের ১০৮তম সভায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, ভর্তি প্রক্রিয়া, ওরিয়েন্টেশন এবং নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তের মধ্যে ১১ জানুয়ারি অনুষ্ঠিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ, শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল এবং ২৭ এপ্রিল একাডেমিক ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। ১৫ জানুয়ারি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।    
দীর্ঘ চার বছর পর স্বতন্ত্র ভাবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত কুয়েটসহ মোট ১১টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ২২ হাজার ৬৬১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা উপস্থিতির হার ৯২.৩৯ শতাংশ। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী ধফস.শঁবঃ.ধপ.নফ তে পাওয়া যাবে।