খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেটে নজরুল টাওয়ার ক্লাব বিজয়ী

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৯ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এবি ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় “এবি ব্যাংক সিরাজ স্মৃতি ৩য় বিভাগ ক্রিকেট লীগের খেলায় নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাব ৬ উইকেটে সিদ্দিকীয়া তরুন সংঘকে পরাজিত করেছে। 
বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে সিদ্দিকীয়া তরুণ সংঘ প্রথমে ব্যাট করে ৩৫.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মহারাজ রায় সর্বোচ্চ ৩৩ রান করে। নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাবের ২২ রানে ৩ উইকেট লাভ করে। জবাবে নজরুল টাওয়ার ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে ৩২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান করে। দলের পক্ষে তাইম অপরাজিত ৪২ ও ইমাম মেহেদী হাসান অপরাজিত ৩৭ রান করে। সিদ্দিকীয়া তরুণ সংঘের আপন ২৫ রানে ৩ উইকেট করে লাভ করে। 
আজকের খেলা-খুলনা স্ট্রাইকার্স বনাম নব-অঙ্গন ক্রীড়াঙ্গন।