খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

‘গণতন্ত্র অভিযাত্রা’ কমসূচি সফলে নগর সিপিবি’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৪০ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ঘোষিত আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি সফলের লক্ষ্যে খুলনা মহানগরের এক প্রস্তুতি সভা  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড পলাশ দাশ, কমরেড মোস্তÍাফিজুর রহমান রাসেল, কমরেড  কমরেড সহিদুর রহমান বাবু, কমরেড ফজলুর রহমান, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ। সভায় পদযাত্রা, পখসভা, সমাবেশ, গণসংযোগ, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা, জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, শতাধিক পণ্যের উপর ভ্যাট-কর আরোপের ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, স্থানীয় সরকার শক্তিশালী করা, প্রার্থী হওয়া-ভোটদান-প্রচার সবক্ষেত্রে সমসুযোগ, না-ভোট প্রচলন, প্রতিনিধি প্রত্যাহারের বিধান, টাকার খেলা-পেশীশক্তি-সা¤প্রদায়িক প্রচারণা-প্রশাসনিক কারসাজী বন্ধ করা, নির্বাচনকালীন নির্দলীয় তদারকী সরকার গঠন প্রভৃতি বিষয় আলোচনা হয়। সভায় আগামী ২২ জানুয়ারি রূপসা দাদা ম্যাচ হতে শিববাড়ী মোড় এবং ২৭ জানুয়ারি বয়রা বাসস্ট্যান্ড হতে খালিশপুর পিপুলস গোলচত্বর পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ করার প্রস্তাব গ্রহণ করা হয়।