খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

নগরীতে পুলিশ নারী কল্যাণ সমিতির শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক |
১২:৪১ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


পুলিশ নারী কল্যাণ সমিতি খুলনা জেলা কমিটির উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার মাঠে শুরু হতে যাচ্ছে ‘খুলনা পুনাক শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫’। আগামী ৩১ জানুয়ারি মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হবে। 
বাণিজ্য মেলায় দেশী-বিদেশী কোম্পানির প্যাভেলিয়ন, দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানি শতাধিক স্টল থাকবে। এছাড়া শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকবে বিশেষ জোন। বিশেষ ছাড়ে তৈরি পোশাক, গৃহস্থালী পণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হবে। 
গতকাল বৃহস্পতিবার দুপুরে মেলার অবকাঠামোগত কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন কেএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) খান মনিরুজ্জামান মিঠু। এ সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার সমাজ কল্যাণ সমিতির সভাপতি শরীফ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, সোনাডাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট মনিরুল ইসলাম মন্টু উপস্থিত ছিলেন। আগামী ৩১ ডিসেম্বর খুলনায় পুলিশ নারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী ‘পুনাক শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫’ এর উদ্বোধন করবেন। গতকাল মেলার অবকাঠামোগত কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।