খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক সোহাগ একদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৬ এ.এম | ১৭ জানুয়ারী ২০২৫


খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে খুলনা নগর গোয়েন্দা পুলিশের এস আই বিধান চন্দ্র রায় বলেন, নগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, সেখ রফিকুজ্জামানের ছেলে শেখ রাফসান জানী খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি আযম খান কমার্স কলেজের সমন্বয়ক ছিলেন। ২০২৪ সালের ২৭ জুলাই শিববাড়ি মোড় সৌন্দর্যবর্ধনকারী দুর্জয় স্থাপনার ওপর ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখা ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় ৩০ জুলাই পুলিশের মাধ্যমে তাকে সার্কিট হাউজে ডেকে নেয় স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ। ওইদিন রাতে তাকে আন্দোলন থেকে সরে আসার জন্য আওয়ামী নেতৃবৃন্দ হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। হুমকির মুখে রাত সাড়ে ১২টার দিকে ছাত্ররা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হয়।   
গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাফসান জানীসহ ছাত্রদের একটি মিছিল রূপসাঘাট থেকে নতুন বাজার হয়ে শিববাড়ি মোড়ে যাওয়ার পথে ফাতেমা স্কুলের সামনে পৌঁছালে অস্ত্রধারী মোঃ রফিক ওরফে কসাই রফিক ও সুমন ওরফে ভিপি সুমনসহ অজ্ঞাত আরও ১৫/২০ জন শর্টগান, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার রড ও দেশিয় অস্ত্র নিয়ে মিছিলের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়। অস্ত্রধারীরা পরপর দু’টি গুলি করলে জানীর বুকের ডানপাশে ও ডানহাতে বিদ্ধ হয়। উদ্ধার করে চিকিৎসার জন্য সহকর্মীরা জানিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের ভয়ে পরিবারের সদস্যরা গোপন স্থানে নিয়ে চিকিৎসা করায়। পরবর্তীতে সরকারের পতন হলে ২৯ আগস্ট এ ঘটনায় জানীর পিতা রফিকুজ্জামান বাদী হয়ে খুলনা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিধান চন্দ্র রায় আরও বলেন, এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হলেও পরবর্তীতে নগর আ’লীগ নেতা মাহাবুব আলম সোহাগকে এ মামলায় সংযুক্ত করা হয়েছে।
উলে­খ্য ২৯ ডিসেম্বর রাতে মাহাবুব আলম সোহাগকে নগরীর শান্তিধাম মোড় এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।