খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

মাসুম স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৫


মাসুম স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।   
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মীর কায়েছেদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বর মোঃ গোলাম কিবরিয়া। বাচ্চু শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হুমায়ুন কবির বিল্লাল, শোয়েব শেখ, মোঃ মুজাহিদ মিয়া, মুন্না, মোঃ আলমগীর খান, বাবু মোড়ল, রফিক ফরাজি, মাহবুব, হায়দার আলী, জাহাঙ্গীর হাওলাদার, নাসির শেখ, আরিফুর রহমান মন্টু, কাজী আব্দুল ওহাব, সালাম শেখ, হালিম শেখ, টুটুল। মাসুম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬ দল অংশগ্রহণ করছে।