খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

কপিলমুনির স্থপতি রায় সাহেবের ৯০তম প্রয়াণ দিবস পালিত

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৫


দক্ষিণ খুলনার অন্যতম সমাজ সেবক স্বর্গীয় দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। ১৯৩৫ সালের ১৭ জানুয়ারি ক্ষণজন্মা এ মানুষটি পৃথিবী থেকে চিরবিদায় নেন। পাইকগাছা উপজেলায় আধুনিক কপিলমুনির স্থপতি বিনোদ তাঁর কর্ম জীবনের সঞ্চিত প্রায় সকল অর্থ ব্যয় করেছিলেন সমাজ সেবায়। জীবনের প্রতিটি সময় তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ব্রিটিশ সরকার তাঁর সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ তাকে “রায় সাহেব” উপাধীতে ভূষিত করেন। জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার অবহেলিত জনপদ কপিলমুনি গ্রামে জন্মগ্রহণ করেন দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু। পিতা যাদব চন্দ্র সাধু ও মাতা সহচরী দেবী। পিতা মাতার ৪ সন্তানের মধ্যে ৩য় তিনি। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী পিসি রায় প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশচন্দ্র ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। তারপর মাত্র ১৪ বছর বয়সে ব্যবসা শুরু করেন। বিজ্ঞানী পিসি রায়ের পরামর্শে তিনি ব্যবসা করে সে সময় ব্যাপক সফলতা অর্জন করেন। এলাকার মানুষের জন্য নিজ খরচে প্রতিষ্ঠা করেন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, ভরত চন্দ্র হাসপাতাল, যাদব চন্দ্র দাতব্য চিকিৎসালয়, অমৃতময়ী টেকনিক্যাল স্কুল, লেদ, সুগার মেশিন, বাজারের মধ্যভাগে পানীয় জলের জন্য ৬ বিঘা জমিতে বিশাল পুকুর ও নিজ নামে প্রতিষ্ঠা করেন বিনোদগঞ্জ বাজার। 
প্রয়াত এই দানবীরের মৃত্যু দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার কপিলমুনি বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ম্যুরালে সকাল ৯টায় মাল্যদান, ১০টায় শোক র‌্যালি, সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিনোদ স্মৃতি সংসদ, গুণীজন স্মৃতি সংসদ, বিনোদ সংরক্ষণ পরিষদ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।