খুলনা | শনিবার | ১৮ জানুয়ারী ২০২৫ | ৫ মাঘ ১৪৩১

যশোরে বোমা বানাতে যেয়ে বিস্ফোরণে এক ব্যক্তি আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২২ এ.এম | ১৮ জানুয়ারী ২০২৫


বোমা বানাতে গিয়ে যশোর সদরের বাউলিয়া গ্রামে আজিজ মোল­ার পুত্র শরিফুল ইসলাম বাবু (৩৭) মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সদরের বাউলিয়া গ্রামের চান্দুর বালুর গর্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম বাবুর হাতের একটি কব্জি বিচ্ছিন্ন ও বুক মুখ ঝলসে গেছে। আহতকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও পরে ডাক্তাররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে আহত বাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেছে প্ল¬াস্টিক পাইপের মধ্যে পটকা বাজি ফুটাতে যে তিনি ঝলসে। তবে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন এটি পটকা বাজির ঘটনা নয়। প্রকৃত ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষে বের করতে পারবেন বলে তিনি জানান। এ বিষয়ে যশোর পুলিশের সদস্যরা তদন্ত করছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।