খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

যেভাবে গ্রেফতার করা হয় সাইফের হামলাকারীকে

খবর বিনোদন |
০১:৪৭ পি.এম | ১৯ জানুয়ারী ২০২৫


বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিনেতাকে হামলার ৭০ ঘণ্টা পর গ্রেফতার করা হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সূত্রের খবর, থানের কাসারভাদালি এলাকায় হীরানন্দানি এস্টেটের কাছে একটি ঝোপের মধ্যে শুয়ে ছিল ওই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে হামলাকারীর কাছে ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে উদ্ধার হয়েছে। ধরা পড়ার পরও ভুল নাম বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল।

হামলার কয়েক ঘণ্টা পরই বান্দ্রা স্টেশনে দেখা যায় ওই হামলাকারীকে। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে মহারাষ্ট্রের বাইরে যেতে পারেনি সে। ধরা পড়ার ভয়ে বারবার নাম বদলে বদলে ব্যবহার করছিল। কখনও বিজয় দাস, কখনও মহম্মদ সাজ্জাদ, কখনও মহম্মদ আলিয়ান নাম ব্যবহার করেছে ওই হামলাকারী।

গেল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। সাইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে সে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।