খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

২০ টাকা দিয়ে সদস্যপদ নবায়ন, কর্মসূচির উদ্বোধন

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে : তারেক রহমান

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২১ জানুয়ারী ২০২৫


২০ টাকা (ব্রিটিশ মুদ্রায় ১৫ পেন্স) দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপি’র সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধন করে অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে বিএনপি’র সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়নের কর্মসূচি হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাধ্যমে।
এর আগে তারেক রহমান সদস্য ফরম পূরণ করে সদস্য নবায়ন ফিসহ ই-মেইলে পাঠান। তিনি বলেন, আমি ফরম পূরণ করে এখানকার মুদ্রায় ১৫ পেন্সসহ পাঠিয়েছি।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে, আমাদের সামনে বিশাল কাজ আছে। আমরা আমাদের হাজারো লক্ষ নেতা-কর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একই ভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
তিনি আরও বলেন, দলকে যত শক্তিশালী পুনর্গঠিত করতে পারব, আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র দ্রুত আমরা মেরামত করতে পারবো, রাষ্ট্রকে পুনর্গঠন করতে পারব।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন পাওয়ার পর দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয় অবশ্যই দলকে ঐক্যবদ্ধভাবে পুনর্গঠিত করতে হবে।
তারেক রহমান বলেন, যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে এ রকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এ্যাফেকটিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এ রাষ্ট্রকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধ্বংস করে দিয়েছে, অনেক পেছনে নিয়ে গেছে। কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।
এ সময় গুম-খুম নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উলে­খ করে তিনি আরও বলেন, আমি মনে করি পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গেছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শতশত নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে।
সদস্যপদ নবায়নের উচ্ছ¡াস প্রকাশ করে তারেক রহমান আরও বলেন, আমি মনে করি আজ বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীর জন্য একটি আনন্দের দিন। কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতা-কর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গেছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।