খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

হাসপাতাল থেকে ছুটি মিলল, আগের বাড়িতে উঠছেন না সাইফ

খবর বিনোদন |
০৫:০৬ পি.এম | ২১ জানুয়ারী ২০২৫


পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ আলী খান। আজ মঙ্গলবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছুটি পান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কারিনা কাপুর এবং মা শর্মিলা ঠাকুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এখনই বাড়ি ফিরছেন না সাইফ। আপাতত ‘সৎগুরু শরণ’ আবাসন থেকে খানিক দূরে অবস্থিত এক বাড়িতে উঠছেন স্ত্রী সন্তান নিয়ে। কারিনার দ্বিতীয় সন্তান জেহর জন্মের আগে ওই বাড়িতে থাকতেন সাইফ। ২০২১ সালে পর বান্দ্রার ‘সৎগুরু শরণ’ আবাসনে উঠেন এই তারকাদম্পতি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একগুচ্ছ বিধিনিষেধ মেনে হাসপাতাল থেকে বের হন সাইফ। হাতে ব্যান্ডেজ। স্বামীকে শক্ত করে আঁকড়ে ছিলেন করিনা। সেখান থেকে সরাসরি তারা চলে যান বান্দ্রার ‘ফরচুন হাইটসে’।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ২ মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে সাইফকে। নিরাপত্তার স্বার্থে লাগানো হয়েছে সিসিটিভি। সবসময়ের জন্য রয়েছে নিরাপত্তারক্ষী। স্ত্রী কারিনা, পুত্র তৈমুর ও জেহ থাকবেন সঙ্গে।

গেল বুধবার দিবাগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেন শরীফুল। ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।