খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ফুলতলায় ড. মোঃ কামরুজ্জামান

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে

ফুলতলা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ২২ জানুয়ারী ২০২৫


যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়া ও খেলাধুলায় মনোযোগী হতে হবে। যে সকল শিক্ষার্থী খেলা ধুলায় মনোযোগী হয়, তারা কখনই বিপদগামী হতে পারে না। সেজন্য শিক্ষকদেরকেও শিক্ষার্থীদের প্রতি যতœশীল এবং আন্তরিক হবে। বিশ^ায়নের যুগে শিক্ষার্থীদের বিশ^মানের লেখাপড়া করে বিশে^র সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। স্কুল চলাকালে কোন বহিরাগত বা উঠতি বয়সী তরুণ শিক্ষাঙ্গণ বা তার আশেপাশে অবস্থান করতে না পারে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখা দরকার। ইভটিজিং বা অসাদরাচারণ করলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।  
মঙ্গলবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ১২৭তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সেক্রটারী শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আঃ আলিম মোল্যা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর মোল­া, বণিক নেতা মাহাবুব আলম মিঠু, ক্রীড়া শিক্ষক মোঃ আনিসুর রহমান, শফিউল­াহ হাজেরী প্রমুখ।