খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

ফ্লাইটে বোমা হামলার হুমকি

পাকিস্তানি নাম্বার থেকে মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম

খবর প্রতিবেদন |
০৫:২২ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


রোম ফেরত ফ্লাইটে বোমা হামলার হুমকি ও আতঙ্কের ঘটনা ছড়িয়ে পড়ার আগে ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। বোমা হামলার হুমকি সম্বলিত সেই বার্তাটি আসে একটি হোয়াইটসআপ নম্বর থেকে। নম্বরটির অবস্থান শনাক্ত করা হয়েছে পাকিস্তানে।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দরের কন্ট্রোল রুমে প্রথম বার্তা আসে। সেই বার্তাটি আসে একটি হোয়াইটসআপ নম্বর থেকে। এরপর সেটি প্রথম জানিয়ে দেওয়া হয় বিমান বাহিনীর প্রধানসহ সব ইউনিটকে। হোয়াটসঅ্যাপ মেসেজটা আসে পাকিস্তান থেকে। প্রথম মেসেজ আসে এপিবিএনের কন্ট্রোল রুমে।

তিনি আরও বলেন, যিনি মেসেজটা দিয়েছিলেন আমরা তার সঙ্গে অনেক চ্যাটিং করেছি। উনি দুটি লাগেজের কথা জানিয়েছিলেন। পরে ওনাকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বেবিচক চেয়ারম্যান বলেন, ভোর চারটা ৩৭ মিনিটের দিকে হোয়াটসআপে একটি মেসেজ আসে। মেসেজ পাওয়ার পর আমরা এয়ারক্রাফটগুলোকে পর্যায়ক্রমে অবতরণ করিয়েছি। তারপর এটাকে করিয়েছি। প্রতিটি যাত্রীর শরীরে বডি ক্যামেরা লাগিয়ে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম। পরে তাদের নামিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এরপর লাগেজগুলো চেকের পর বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ২৫০ জন যাত্রী ছিল। ১৩জন ক্রু ছিল। আমাদের এখানে আসার পর আমার সর্বোচ্চ প্রিপারেশন নেই। প্রতিটা সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। আমাদের পক্ষ থেকে প্রতিটা যাত্রী সুন্দরভাবে গেছে।

যাত্রীদের দ্রুত বের করে, তিন চারটা লাইন করে, দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কোঅপারেশন করেছে।

তিনি আরও বলেন, এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয় নাই। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেছে।

বেবিচকের চেয়ারম্যান বলেন, যখন আমরা তদন্ত করি তখন দুইটা ব্যাগে সন্দেহ করেছিলাম। আমরা প্রতিটা লাগেজ স্ক্যানিং করে নামিয়েছি। নীচে আবার স্ক্যানিং করেছি। টোটাল জিনিসটা খুব সুন্দর করে করা হয়েছে। সবাই সুস্থ আছেন ভালো আছেন।

এর আগে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পায়। ফ্লাইটের আড়াইশো যাত্রীর নিরাপত্তায় তড়িৎ পদক্ষেপ হিসেবে প্লেনটি হযরত শাহজালাল বিমানবন্দরে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে জরুরি অবতরণ করানো হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেয় কর্তৃপক্ষ।