খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

বটিয়াঘাটার জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


বটিয়াঘাটা উপজেলার সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর উদ্বোধনী বুধবার সকাল ১০টায় মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। সহকারি শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান দেবব্রত মলি­ক দেবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, এস এম এ ভুট্টো, গাজী তরিকুল ইসলাম, নারায়ন চন্দ্র রায়, অবঃ শিক্ষক নিশি কান্ত রায়, অবঃ শিক্ষক  রঞ্জন কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সাধু বিশ্বাস, নিরঞ্জন কুমার টিকাদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে, বিজন কুমার মলি­ক, ফাল্গুনী বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, সুকান্ত রায়, আশীষ মন্ডল, নিশান চন্দ্র বৈরাগী, অসীত বিশ্বাস, মোঃ গোলাম হাসান শেখ, তপতী মলি­ক, আইভি অধিকারী, কল্যাণ হালদার, উমেশ চন্দ্র মন্ডল, সুচিত্রা বিশ্বাস, উত্তম ঘোষ, রঞ্জন কুমার রায়, লিটন মন্ডল, সঞ্জীবন পাল, প্রদীপ গাইন সহ অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী, খেলোয়াড়বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।