খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

কালিগঞ্জে বিতর্ক প্রতিযোগিতায় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতার ফাইনালে “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ের পক্ষে বিতর্ক উপস্থাপন করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হুমায়রা বিনতে ছাকী, মোছাঃ সুরাইয়া ও নিশাত তাসনিম (দলনেতা) এবং নির্ধারিত বিষয়ের বিপক্ষে বিতর্ক করে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আনিসা তাবাসসুম, সাহরিন তাসনিয়া ও তাসলিম সুলতানা (দলনেতা)। বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ফাইনালে সেরা বিতার্কিক মনোনীত হয়েছে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তাসলিম সুলতানা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ ও আইসিটি অফিসার হেমেন্দ্রনাথ মন্ডল।  
বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুইপক্ষের বিতর্ক উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সমন্বয়ক শেখ  রাকিবুর জামান রাকিব, আমির হামজা, আবু ইসা, মারুফসহ ছাত্র সমন্বয়কবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে উপজেলা পরিষদ মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতায় ছাত্র সমন্বয়ক একাদশ ২-০ গোলের ব্যবধানে ইউপি চেয়ারম্যান একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মুর্শিদ এলাহি বাবু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও আতাউর রহমান।