খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

চুলকাঠিতে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত

চুলকাঠি প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


চুলকাঠিতে খুলনা কমিউনিটি আই হসপিটাল-এর উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবির পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় চুলকাঠি প্রেসক্লাবের আয়োজনে চক্ষু শিবিরে ১৫০ জন দুস্থ ও অসহায় চক্ষু রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়। 
কমিউনিটি আই হসপিটালের মাকেটিং ম্যানেজার জাকিয়ার পরিচালনায় চক্ষু শিবিরের নিবন্ধন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকেটিং অফিসার এস এম সজিব ও মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, অমিতকর বিলাসসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
হসপিটালের ডাঃ মাসুম বিল­াহ (পিজিটি) রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদানসহ স্বল্পমূল্যে রোগীদের চশমা বিতরণ করেন। চিকিৎসা নেওয়া স্থানীয় রোগীরা জানায় দীর্ঘদিন পর চক্ষু শিবিরে সেবা পেয়ে আমরা খুব খুশি। পরবর্তীতে এধরণের সুযোগ-সুবিধা ও সেবা পেতে পারি এ আশা ব্যক্ত করেন তারা। দিনব্যাপী শিবিরে চক্ষু রোগীদের মধ্যে অস্ত্রোপচারের জন্য প্রায় ৫০ জনকে নির্বাচিত করেন। খুলনা কমিউনিটি আই হাসপাতালে পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে তিনি জানান।