খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শুরু

তালা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ২২ জানুয়ারী ২০২৫


“এসো বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তালায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আন্তঃইউনিয়ন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বুধবার নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব, ম্যাচ পরিচালক সহ-শিক্ষক আফজাল হোসেন, মাহাফুজুর রহমান, কলিম উদ্দীন সরদার, মশিয়ার রহমান, কৃষ্ণপদ বৈদ্য, গঙ্গারাম বর্মন প্রমুখ। আগামী ২৫ জানুয়ারি সমাপনী দিনে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে।