খুলনা | বুধবার | ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১

নগরীতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২৩ জানুয়ারী ২০২৫


বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খুলনার উদ্যোগে বিবেকানন্দ হিউম্যান সেন্টার এবং শোভা ফাউন্ডেশন, লন্ডন, যুক্তরাজ্যের সহযোগিতায় খুলনার শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিবেকানন্দ শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন খুলনার দ্বিতীয় সচিব চন্দ্রজিৎ মুখার্জী। এ অনুষ্ঠান উদ্বোধন করেন সেবাশ্রমের সভাপতি স্বামী ধর্মানন্দজী মহারাজ। 
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতি, সরকারি আযম খান কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রণব রায়চৌধুরী, পরিষদের প্রাক্তন সভাপতি উপাধ্যক্ষ (অবঃ) দেবদাস মন্ডল, দেবেন্দ্রনাথ সাহা, অধ্যাপক সঞ্জয় সরকার, প্রভাষক দেবাশীষ কুমার দাস, মনোজ মন্ডল, হিমাংশু কুমার বৈরাগী, মানষ রায়, বিশ্বজিৎ নন্দী অপু, রণজিৎ কুমার নাথ, ডাঃ অমিত কুমার বসু, বিশ্বজিৎ সরকার, রণজিৎ কুন্ডুু, অধ্যাপক পরিতোষ কুমার হোড়, অধ্যাপক দেবজ্যোতি কুন্ডু, সুশান্ত ব্যানার্জি, প্রভাষক তরণী জোদ্দার, অসিত কুমার তরফদার, প্রিন্স সরকার, তন্ময় মজুমদার তমাল ও সৌন্দর্য রায় কৌশিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিষদের গভর্নিং বডি সদস্য মুকুন্দ কুমার মন্ডল।